রাঙামাটিতে নেমেছে পর্যটকের ঢল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১
- / ১৬৩৭ বার পড়া হয়েছে
সাপ্তাহিক ছুটি আর ইংরেজি নববর্ষকে সামনে রেখে দেশের অন্যতম পর্যটন জেলা রাঙামাটিতে পর্যটকের ঢল নেমেছে। জেলার পর্যটন কেন্দ্রগুলোতে তিল ধারণের ঠাঁই নেই।
পর্যটকরা ছুটে বেড়াচ্ছে কাপ্তাই হ্রদ, ঝুলন্ত ব্রীজ, সুভলং ঝর্ণা, পলওয়েল পার্কসহ বিভিন্ন পর্যটন স্পটে। শীতে পাহাড়ের প্রকৃতি দেখে মুগ্ধ হচ্ছেন ভ্রমণ পিপাসুরা। এ উপলক্ষে রাঙামাটির হোটেল-মোটেল সব আগাম বুকিং হয়ে গেছে বলে জানান সংশ্লিষ্টরা। পর্যটকদের নিরাপত্তায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে ট্যুরিস্ট পুলিশ।