রমজানের শুরু থেকেই অস্থির ময়মনসিংহের বাজার

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৫৩:৫২ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪
- / ১৭৬১ বার পড়া হয়েছে
রমজানের শুরু থেকেই অস্থির ময়মনসিংহের বাজার। দ্রব্যমূল্যের চড়া দামে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ।
বাজার ঘুরে দেখা যায় লেবু, শশা, ছোলাসহ সব কিছুর দাম অস্বাভাবিক। বাজার নিয়ন্ত্রণে অভিযানের কথা বলা হলেও, তেমন কার্যকরী পদক্ষেপ চোখে পড়ছে না। নিত্যপণ্যের লাগামহীন উর্ধ্বগতিতে চরম অসন্তোষ দেখা দিয়েছে ক্রেতাদের মধ্যে। আলু, রসুন, বেগুন, মাছ, মুরগি, গরুর মাংসসহ সব ধরনের ডাল বিক্রি হচ্ছে বেশি দামে। প্রতি কেজি ছোলা, মুড়ি, বেসন, সরিষার তেল, বুটের ডালের দাম ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। খেজুরসহ বিদেশি ফলের দাম আকাশ ছোঁয়া। এ অবস্থায় পুরো রমজান জুড়ে বাজার মনিটরের দাবি জানিয়েছে স্থানীয় মানুষ।