রংপুরে সম্মিলিত চিকিৎসক সমাজের মানববন্ধন

- আপডেট সময় : ০৫:৩৫:২৬ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২
- / ১৬৯৩ বার পড়া হয়েছে
দীর্ঘদিন ধরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে একটি অসাধু চক্রের দৌরাত্ম্য, অনিয়ম, অব্যবস্থাপনা ও জনদূর্ভোগের প্রতিবাদে এবং স্বাস্থ্য সেবা ও শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে হাসপাতালের সামনে মানববন্ধন করেছে রংপুরের সম্মিলিত চিকিৎসক সমাজ।
সকাল ১১ টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত চলা মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. বিমল চন্দ্র রায়, উপাধ্যক্ষ ডা. মাহাফুজার রহমান, অধ্যাপক ডা. নুরুন্নবী লাইজুসহ হাসপাতালের শিক্ষক এবং কর্মরত চিকিৎসকরা। এদিকে, সকাল থেকে চিকিৎসকদের আন্দোলন চলায় বিপাকে পড়েন হাসপাতালে ভর্তি ও চিকিৎসা নিতে আসা কয়েক হাজার রোগী ও তাদের স্বজনরা। অবিলম্বে রংপুর মেডিকেল কলেজ থেকে অসাধু চক্রকে বিতাড়িত ও সিন্ডিকেটের সাথে জড়িত কর্মচারিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে, চিকিৎসা ও শিক্ষার উপযুক্ত পরিবেশ ফিরিয়ে আনতে হবে। না হলে আগামীতে কঠোর আন্দোলনের ঘোষণা দেন সম্মিলিত চিকিৎসক সমাজ।