যুবলীগে কোন অনুপ্রবেশকারী এবং দুর্নীতিবাজের স্থান নেই : যুবলীগ চেয়ারম্যান

- আপডেট সময় : ০৭:৫৪:১৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০
- / ১৬০০ বার পড়া হয়েছে
যুবলীগে কোন অনুপ্রবেশকারী এবং দুর্নীতিবাজের স্থান নেই বলে জানিয়েছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। সকালে ধানমন্ডিতে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা জানান তিনি। এ সময় কারো বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেয়ারও হুশিয়ারি দেন যুবলীগ চেয়ারম্যান। সারাদেশে দুর্নীতি ও মাদকমুক্ত যুবসমাজ গঠনের প্রত্যাশার কথাও ব্যক্ত করেন যুবলীগ সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিল।
আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ কেন্দ্রীয় ও মহানগর যুবলীগের নেতাকর্মীরা।
পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদা ছড়ি ও পক্ষাঘাত প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, নগদ অর্থ বিতরণ ও বৃক্ষ রোপন করেন তারা।
আওয়ামী যুবলীগকে দেশের শীর্ষ যুব সংগঠন উল্লেখ করে নেতাকর্মীদের দেশপ্রেম ও সততা বজায় রেখে কাজ করার আহবান জানান শেখ ফজলে শামস পরশ।
যুবলীগকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত সংগঠন হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন যুবলীগ সাধারণ সম্পাদক।
পরে বনানী কবরস্থানে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনিসহ ১৫ আগস্ট নিহত সকল শহীদদের সমাধীতে শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া ও মোনাজাতে অংশ নেন কেন্দ্রীয় যুবলীগসহ মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা।