যুদ্ধের কারণে রাশিয়া ছাড়ছে ১৫ হাজার ধনকুবের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২
- / ১৬০৪ বার পড়া হয়েছে
যুদ্ধের কারণে চলতি বছরে রাশিয়ার অন্তত ১৫ হাজার ধনকুবের দেশ ছাড়তে চান। এই তথ্য জানিয়েছে, অভিবাসীদের নিয়ে কাজ করা লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স।
ইউক্রেনে হামলার জেরে একের পর এক পশ্চিমা নিষেধাজ্ঞায় পড়ছে রাশিয়া। ফলে ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় পড়ছেন দেশটির ধনী ব্যক্তিরা। এদিকে, রুশ-সমর্থিত বিচ্ছিন্নতাবাদী ইউক্রেনীয় অঞ্চল দোনেৎস্কে ইউক্রেনের ছোড়া গোলার আঘাতে পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২২ জন। ইউক্রেনের ছোড়া গোলা স্থানীয় একটি বাজারে আঘাত হানলে এ হতাহতের ঘটনা ঘটে। পরে রুশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইউক্রেনীয় সেনারা দোনেৎস্ক শহরের একটি হাসপাতালে হামলা চালিয়েছে। কিয়েভের কাছ থেকেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ওদিকে ইউক্রেনকে সমর্থন দিতে জার্মানিকে আহ্বান জানিয়েছে প্রেসিডেন্ট জেলেনস্কি।


















