যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানকে জরুরি ভিত্তিতে ত্রাণ সহায়তার ঘোষণা পাকিস্তানের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১
- / ১৬১৪ বার পড়া হয়েছে
যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানকে জরুরি ভিত্তিতে ত্রাণ সহায়তার ঘোষণা দিয়েছে প্রতিবেশী দেশ পাকিস্তান। একই সঙ্গে দেশটির নাগরিকদের জন্য স্থলসীমান্ত পথে ভ্রমণেও শিথিলতা এনেছে দেশটি। বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি জানান, আফগানিস্তানকে ২৮ মিলিয়ন মার্কিন ডলারের সহায়তা প্রদান করা হবে।
আফগানিস্তানের রাজধানী কাবুলে বৃহস্পতিবার তালেবানের সঙ্গে পাকিস্তান সরকারের উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক হয়। সেখানে আফগানিস্তানের চলমান সংকটসহ বেশকিছু বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী মানবিক সহায়তার ঘোষণা দেন। সীমান্ত সংকট নিয়ে কোরেশি জানান, বৈধ ভিসা নিয়ে পাকিস্তানে আসা আফগান ভ্রমণকারীরা অবাধে সীমান্ত অতিক্রম করতে পারবেন। এছাড়া ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করতে ই-ভিসা সুবিধা চালু করা করা হয়েছে।



























