যশোরে পাটের বাম্পার ফলন হলেও হাসি নেই কৃষকের মুখে

- আপডেট সময় : ০২:০৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
যশোরে পাটের বাম্পার ফলন হলেও হাসি নেই কৃষকের মুখে। পানির অভাবে পাট জাগ দিতে না পারায়, লাভের পরিবর্তে লোকশানের আশংকা তাদের। পরিস্থিতি উত্তরণে মেশিনে পাট আঁশ ছাড়ানোর ‘রিবন রিডিং পদ্ধতি’ ব্যবহারের পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ।
চলতি বছর যশোরে ২৪ হাজার ৮শ’ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। ইতোমধ্যে কাটা হয়েছে আড়াই হাজার হেক্টর জমির পাট।
বর্ষা মৌসুম শেষ হতে চললেও অনাবৃষ্টির কারণে পানির অভাবে পাট জাগ দিতে পারছেন না কৃষক। অনেকে বাধ্য হয়ে শ্যালোমেশিন দিয়ে পানি তুলে বা দূরে নদী-খালবিলে পাট জাগ দেয়ার চেষ্টা করছেন। এতে ভালো ফলন হলেও লাভের পরিবর্তে লোকসানের আশংকায় কৃষক।
পাটচাষীরা বলছেন, পানির অভাবে পাট জাগ দেয়ার কোন উপায় নেই। পাট কেটে জমিতে বা সড়কের পাশে বৃষ্টির আশায় রাখা হয়েছে। বৃষ্টি না হলে, কাঁচা পাট নষ্ট করা ছাড়া কোন পথ নেই।
অনাবৃষ্টির কারণে পাট জাগে সমস্যা দেখা দেয়ায়, মেশিনে আশ ছাড়ানোর ‘রিবন রিডিং পদ্ধতি’ ব্যবহারের পরামর্শ দিয়েছে জেলা কৃষি বিভাগ।
নতুন এই পদ্ধতি সম্পর্কে যশোরের কৃষক তেমন কিছু না জানায়, তা ব্যবহারে আগ্রহ দেখাচ্ছে না।