যশোর কালেক্টরেট ভবনের জেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মে ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
যশোর কালেক্টরেট ভবনের জেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সকাল ৭টার দিকে বন্ধ ঘরে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিস যশোরের সহকারী পরিচালক কামাল উদ্দিন ভুইয়া জানান, সকাল সাড়ে ৭টার দিকে তারা খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। ঈদের ছুটির কারণে অফিসটি তালাবদ্ধ ছিলো। তালা ভেঙে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিভিয়ে ফেলতে সক্ষম হন তারা। এদিকে, গণপূর্ত বিভাগের প্রকৌশলী তরিকুল ইসলাম জানান, ঈদের ছুটিতে বুধবার অফিসশেষে ওয়েটিং রুমের একটি ওয়াল ফ্যান চালু থাকার কারণেই এই অগ্নিকাণ্ডের সুত্রপাত।