মৌলভীবাজারে দুইজনসহ মাদারীপুর,ও সাতক্ষীরায় করোনা আক্রান্ত আরো চারজনের মৃত্যু

- আপডেট সময় : ১২:১২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
মৌলভীবাজারে দুইজনসহ মাদারীপুর,ও সাতক্ষীরায় করোনা আক্রান্ত আরো চারজনের মৃত্যু হয়েছে।
করোনা আক্রান্ত হয়ে মৌলভীবাজারে এক ব্যবসায়ীসহ দুইজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে মৌলভীবাজার পৌরসভার সুলতানপুর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা খিজির আহমদ খান উরফে ইয়াওর মিয়া ও শহরের পশ্চিম বাজারের ব্যবসায়ী কাদির মিয়া নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মাদারীপুরের শিবচরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেলরাতে নিজ বাড়িতে মারাগেছেন। মৃতব্যক্তি করোনা আক্রান্ত হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন।
এদিকে, করোনা আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্জিনা খাতুন নামে এক নার্সের মৃত্যু হয়েছে। মৃত্যু মর্জিনা খাতুন তালা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র চিকিৎসা সেবী হিসাবে কর্মরত ছিলেন। তিনি জেলার তালা উপজেলার বারুইহাটি গ্রামের ইউসুফ আলীর স্ত্রী।
গেলরাত সাড়ে ৯ টার দিকে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।