মৌলভীবাজার, চুয়াডাঙ্গা ও সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু

- আপডেট সময় : ১০:৩৬:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২০
- / ১৫৬২ বার পড়া হয়েছে
মৌলভীবাজারে দুইজনসহ চুয়াডাঙ্গা ও সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে।
সর্দি-জ্বর-কাশি ও স্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে মৌলভীবাজারের কুলাউড়া ও কমলগঞ্জে এক নারীসহ ব্নে দুবিজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন হাজেরা বেগম ও অপরদিকে কুলাউড়া উপজেলায় আব্দুল হান্নান।
চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে আলম নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মৃতব্যক্তির বাড়ি আলমডাঙ্গা উপজেলার গড়চাপড়া গ্রামে। আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউদ্দিন হাদী জানান, কাপড় ব্যবসায়ী আলম বেশ কিছুদিন ধরে সর্দি কাশি জ্বরে ভুগছিলেন।
এদিকে, করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গেলো রাতে তিনি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যু ব্যক্তি হলেন, কলারোয়া উপজেলার সদরের মৃত বদর উদ্দিনের ছেলে রহমত আলী