মৌলভীবাজার ও নেত্রকোণায় এইচএসসি পরিক্ষার্থীদের করোনা ভ্যাকসিন দেয়া শুরু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৭:৪১ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
মৌলভীবাজার ও নেত্রকোণায় এইচএসসি পরিক্ষার্থীদের করোনা ভ্যাকসিন দেয়া শুরু হয়েছে।
মৌলভীবাজার ইপিআই ভবনে মোট ১৩ হাজার ৭শ’ এইচএসসি পরিক্ষার্থীকে ভ্যাকসিন দেয়া হচ্ছে। আজ মৌলভীবাজার সদর উপজেলার পরীক্ষার্থীদের ভ্যাকসিন দেয়া হয়। পরে অন্যান্য উপজেলায় শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ নির্ধারণ করে ভ্যাকসিন দেয়া হবে। এইচএসসি পরিক্ষার্থীদের এ ভ্যাকসিন কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত চলবে।
নেত্রকোণায়ও এইচএসসি পরীক্ষার্থীদের টিকাদান কর্মসূচী শুরু হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, জেলায় ১৮ হাজার ৭শ’ ২০ ডোজ ফাইজারের টিকা এসেছে। পর্যায়ক্রমে শিক্ষাবোর্ডের তালিকা অনুয়ায়ী জেলার কলেজ, মাদ্রাসাসহ ২১ হাজার ৭শ’ ৫০-এর বেশি এইচএসসি পরীক্ষার্থীকে এই টিকা দেয়া হবে।