মোবাইল জ্যামার, নেটওয়ার্ক বুস্টারসহ বিভিন্ন সরঞ্জামসহ অপরাধী চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার

- আপডেট সময় : ০৮:০৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২
- / ১৬৮০ বার পড়া হয়েছে
অবৈধভাবে আমদানি করা মোবাইল জ্যামার, নেটওয়ার্ক বুস্টারসহ বিভিন্ন সরঞ্জামসহ অপরাধী চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে রেব। করোনার ভূয়া সার্টিফিকেট দেয়ার নামে অর্থ হাতিয়ে নেয়া প্রতারক চক্রের ৭ সদস্যকেও গ্রেফতার করেছে সংস্থাটি। রাজধানীতে আলাদা অভিযানে এসব চক্রের সদস্যদেরকে গ্রেফতারের কথা জানায় রেব কর্মকাতারা।
মোবাইল গ্রাহকদের স্বাভাবিক ফ্রিকোয়েন্সিকে অকেজো করে অপরাধমূলক কর্মকাণ্ড করতে একটি চক্র জ্যামার, রিপিটার ও নেটওয়ার্ক বুস্টার অবৈধভাবে আমদানী করেছে।
ফোনালাপের সময়ে কলড্রপ, নেটওয়ার্ক জ্যামসহ নানা নিরাপত্তা ঝুকির সম্মুখীন হন সাধারণ গ্রাহকরা।বিটিআরসি ও মোবাইল অপারেটরদের অভিযোগের ভিত্তিতে এই চক্রকে ধরতে অভিযানে নামে রেব।
শনিবার রাতে মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে চক্রের ২ সদস্যকে গ্রেফতার করে রেব-৩ ।
এদিকে, ডাক্তার ও নার্স পরিচয় দিয়ে বিদেশগামীদের করোনার জাল সার্টিফিকেট দেয়ার নামে অর্থ হাতিয়ে নেয় একটি প্রতারক চক্র।
এই চক্রের প্রধানসহ ৭ সদস্যকে গ্রেফতার করে রেব-১।
এসব অপরাধী ও প্রতারক চক্র থেকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।