মেহেরপুরের গাংনীতে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই’জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৪:১৫ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২০
- / ১৬৬৪ বার পড়া হয়েছে
মেহেরপুরের গাংনীতে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই’জন নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মকবুল হোসেন ও আক্তারুজ্জামান চরগোয়ালগ্রাম থেকে মোটরসাইকেল যোগে বামুন্দী আসার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় । এতে দুজন গুরুতর আহত হন । আহতদের স্থানীয় একটি ক্লিনিকে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। স্থানীয়রা জানান,নিহত দুজন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা শেষ করে ঢাকায় বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরী করতো। এর মধ্যে আক্তারুজ্জামান বিসিএস পরীক্ষা দিয়েছে বলে জানিয়েছেন তার স্বজনরা। ঘাতক ট্রাক ড্রাইভার পালিয়ে গেলেও পুলিশ ট্রাকটি আটক করেছে।

















