মেয়াদ শেষ হলেও শেষ হয়নি মহেশপুরে সড়ক বাতি স্থাপনের কাজ
- আপডেট সময় : ০৪:৩৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
- / ১৫০৮ বার পড়া হয়েছে
ঝিনাইদহের মহেশপুর পৌরসভায় সড়ক বাতি স্থাপন প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে ৩ বছর আগে কিন্তু এখনও শেষ হয়নি কাজ। যতটুকু হয়েছে তাও বিকল। ফলে অন্ধকার সড়কেই চলাচল করতে হচ্ছে বাসিন্দাদের। স্থানীয়রা বলছেন, কোটি টাকার বাতি স্থাপনের কাজে শুরু থেকেই ছিলো অব্যবস্থাপনা ও অনিয়মে ভরপুর। দ্রুত অকেজো বাতি মেরামত ও বাকি কাজ শেষ করার আশ্বাস দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ বছর আগে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে মহেশপুর পৌরসভার বিভিন্ন সড়কে সৌর বিদ্যুৎচালিত সড়কবাতি স্থাপনের কাজ শুরু হয়। কিন্তু কাজের মেয়াদ শেষ হলেও অর্ধেক সড়কবাতি এখনও স্থাপন করা হয়নি। পৌরসভায় খুঁটি দাড়িয়ে থাকলেও জ্বলে না আলো, চুরি হয়ে গেছে ব্যাটারিসহ বিভিন্ন যন্ত্রাংশ।
স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার ও তদারকির অভাবে বেশিরভাগ বাতি নষ্ট হয়ে গেছে। বেড়েছে চুরি ও ছিনতাইয়ের ঘটনা। ঘটছে দুর্ঘটনাও। এই অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পাশাপাশি পুনরায় চালু করার দাবি স্থানীয়দের।
সময়মতো যন্ত্রাদি না পাওয়ায় কাজ স্থগিত ছিলো দাবি করে পৌর কর্তৃপক্ষ বলছে, কাজের মেয়াদ বাড়ানো হয়েছে। বিকল লাইট সচল আর বাকিগুলোও স্থাপন করার আশ্বাস তাদের।
মহেশপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন সড়কে ১৫০টি সড়ক বাতি স্থাপনের ব্যয় ধরা হয়েছিলো ১ কোটি ৯৮ লাখ ৭৫ হাজার টাকা। এরমধ্যে বসানো হয়েছে মাত্র ৮১টি। যার বেশির ভাগই এখন নষ্ট



















