মুন্সীগঞ্জের মুক্তারপুরে পুকুর থেকে অজ্ঞাতনামা যুবকের হাত-পা বাধা মরদেহ উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৪৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২
- / ১৫৭১ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জ, মুন্সীগঞ্জ ও যশোরে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মোহাম্মদ শাহিন আলম নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। সকালে উপজেলার দূর্গানগর ইউনিয়নের ইসলামপুর এলাকার একটি ব্রীজের রেলিং থেকে ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। বিষয়ে উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন বিসয়টি নিশ্চিত করেছেন।
মুন্সীগঞ্জ সদরের মুক্তারপুর এলাকায় একটি পুকুর থেকে হাত-পা বাধা অবস্থায় এক অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুপুরে এ মরদেহটি উদ্ধার পুলিশ।
যশোরের শার্শা ধলদা গ্রামের বড় বাড়ি খাল থেকে শাকি নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে শার্শা থানার পুলিশ মরদেহটি উদ্ধার করেন।সে শার্শা থানার গোগা গ্রামের শাকিল উদ্দিনের ছেলে।