মুন্সীগঞ্জের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের শুভ উদ্বোধন
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৮:২৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০
 - / ১৬২৬ বার পড়া হয়েছে
 
মুন্সীগঞ্জের নবনির্মিত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন শুভ উদ্বোধন করা হয়েছে।
বেলা ১২ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আনিসুল হক ভিডিও কনফারেন্সের মাধ্যমে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনটির শুভ উদ্বোধন করেন। এসময় সিনিয়র জেলা ও দায়রা জজ মুন্সীগঞ্জ হোসনে আরা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ৩ আসনের এমপি মৃনাল কান্তিদাস, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সচিব মোঃ গোলাম সারওয়ারসহ পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএমসহ অকেনেই।
																			
																		














