মুক্তিযোদ্ধা মোহাম্মদ জাকির হোসেন চৌধুরীর উপর হামলা ও হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৮:০৪ অপরাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২
- / ১৬০৭ বার পড়া হয়েছে
মুক্তিযোদ্ধা মোহাম্মদ জাকির হোসেন চৌধুরীর উপর হামলা ও হত্যার হুমকি দিয়ে জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন হয়েছে।
দুপুরে চট্টগ্রামে প্রেসক্লাবের এস রহমান হলে সংবাদ সম্মেলনে জাকির হোসেন চৌধুরী বলেন, চিহ্নিত এক মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যু তার বসতভিটা ও দোকান ঘরে হামলা চালিয়ে দখলের অপচেষ্টায় চালায়। নিরাপত্তা চেয়ে তিনি স্থানীয় প্রশাসন এবং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বায়েজীদ থানা কমান্ডার মুক্তিযোদ্ধা খুরশীদ আলম, বাংলাদেশ সেনাবাহিনী অবসরপ্রাপ্ত সি ওয়ারেন্ট মুক্তিযোদ্ধা নুরুল আমিন, বাংলাদেশ বিমান বাহিনী অবসরপ্রাপ্ত কর্মকর্তা মুক্তিযোদ্ধা হারুন আল রশীদসহ আরো অনেকেই।
























