মুক্তিযোদ্ধা শওকত আলী সরকার বীর বিক্রমের মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪১:০৬ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২
- / ১৫৯২ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের চিলমারী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা শওকত আলী সরকার বীর বিক্রম মারা গেছেন।
ভোর ৫টায় বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। শওকত আলী সরকার দীর্ঘদিন ধরে লিভারের সমস্যায় ভুগছিলেন। কাল সকাল ১১টায় চিলমারী সরকারি ডিগ্রি কলেজ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় তার জানাজা হবে। পরে, পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাকে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জেলা প্রশাসক, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা। তিনি টানা ৫ বার চিলমারী উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।