মিয়ানমারে সামরিক বাহিনীর হাতে ৫ শতাধিক বিক্ষোভকারী নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
মিয়ানমারে সামরিক বাহিনী ক্ষমতার গ্রহণের পর ৫’শরও বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন। মানবাধিকার গোষ্ঠী এমন তথ্য দিয়েছে।
গণতান্ত্রিক সরকার ফিরিয়ে আনার আন্দোলনে জান্তা সরকারের নিষ্ঠুর ধরপাকড়ে দেশটির ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে। যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে। ইতোমধ্যে বাণিজ্যচুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। আর সপ্তাহের শেষ দিনে প্রাণঘাতী ধরপাকড়ে শতাধিক লোক নিহত হওয়ার পর জান্তা সরকারকে চাপ দিতে ঐক্যবদ্ধ বৈশ্বিক ফ্রন্ট গঠনের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনি গুতেরেস। সোমবারও সামরিক বাহিনীর সহিংসতায় ১৪ বেসামরিক নাগরিক নিহত হন।