মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির সাথে সেনাবাহিনীর যুদ্ধ

- আপডেট সময় : ০১:৫১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২
- / ১৬২৫ বার পড়া হয়েছে
মিয়ানমারে আরাকান আর্মিসহ বেশ কয়েকটি গ্রুপের সংগে সেনাবাহিনীর যুদ্ধ চলছে। ওইসব গ্রুপের কেউ যাতে বাংলাদেশের সীমানায় না আসতে পারে সেজন্য বিজিবির টহল বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ।
গাজীপুরের সফিপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মন্ত্রী আরো বলেন, মিয়ানমার বাহিনী বাংলাদেশ সীমানায় আসবে না। বাংলাদেশ যুদ্ধ চায় না, সবার সাথে মিলেমিশে থাকতে চায়। এসময় উপস্থিত ছিলেন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আখতার হোসেনসহ আনসার বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। মোট ৯৯৫ জন প্রশিক্ষণার্থীর মধ্যে ড্রিল-এ শ্রেষ্ঠত্বের পুরস্কার অর্জন করেন রফিকুল ইসলাম হৃদয়, ফায়ারিং-এ সেরা নূরুল ইসলাম। আর চৌকস প্রশিক্ষণার্থীর পুরস্কার লাভ করেন আকরাম হোসেন। বর্তমানে সারাদেশে সাড়ে ৪ হাজারেরও অধিক প্রতিষ্ঠানে প্রায় ৫৪ হাজার সাধারণ আনসার দেশের জননিরাপত্তায় দায়িত্ব পালন করছেন।