মালদ্বীপের কারাগারে বন্দী বাংলাদেশীদের খোঁজ নিয়েছেন হাইকমিশনার

এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৪৯:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
মালদ্বীপের কারাগারে বন্দি বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে সাক্ষাত করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়ার এডমিরাল এসএম আবুল কালাম আজাদ।
মঙ্গলবার রিয়ার এডমিরাল মালদ্বীপের রাজধানী মালের প্রিজন ভিজিট করেন। এসময় জেলে বন্দি ১৭ প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাত করে জেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশি বন্দিদের বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় ।এসময় উপস্থিত ছিলেন হাইকমিশনের প্রথম সচিব -শ্রম সোহেল পারভেজ, কল্যাণ সহকারী জনাব আল মামুন পাঠান ও মোহাম্মদ জসিম। বন্দি বাংলাদেশি প্রবাসীদের জন্য পবিত্র কোরআন শরিফ ও অন্যান্য বইসহ বস্ত্র কারা কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়।