মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে থাকা নিজেদের স্থায়ী মিশন স্থগিত করছে রাশিয়া

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে থাকা নিজেদের স্থায়ী মিশন স্থগিত করছে রাশিয়া। জোট থেকে আট রুশ কর্মকর্তাকে বহিষ্কারের প্রতিবাদেই এমন সিদ্ধান্ত নেয়া হচ্ছে।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এ তথ্য জানান। তিনি বলেন, ন্যাটোতে রাশিয়ার স্থায়ী মিশন স্থগিতাদেশ আগামী নভেম্বরের প্রথম দিক থেকে কার্যকর হবে। এছাড়া মস্কোয় বেলজিয়ামের দূতাবাসে গড়ে তোলা ন্যাটোর তথ্য ব্যুরোও বন্ধ করে দেওয়া হবে । এমনকি, মস্কোয় ন্যাটোর সামরিক লিয়াজোঁ মিশনের কার্যক্রমও স্থগিত করতে যাচ্ছে ক্রেমলিন। চলতি মাসের শুরুতে ন্যাটোতে কর্মরত রুশ মিশনের আট কর্মকর্তাকে বরখাস্ত করা হয়।
জোটটির অভিযোগ, ওই কর্মকর্তারা রাশিয়ার ‘অঘোষিত গোয়েন্দা কর্মকর্তা’। তবে রাশিয়া এই অভিযোগ অস্বীকার করে আসছে।