মার্কিন নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ সংস্থাগুলোর ট্রাম্প প্রশাসনের সময় ব্যাপক ক্ষতি হয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
মার্কিন নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ সংস্থাগুলোর ট্রাম্প প্রশাসনের সময় ব্যাপক ক্ষতি হয়েছে। যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন এমন দাবি করেছেন।
তিনি বলেন, ক্ষমতাগ্রহণে প্রতিরক্ষাসহ বিভিন্ন মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় তথ্য তার টিমকে দেয়া হচ্ছে না। জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতিবিষয়ক সহকারীদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠকের পর তিনি এমন মন্তব্য করেন। তবে সোমবার বাইডেনের কাছ থেকে এমন মন্তব্য আসার পর যুক্তরাষ্ট্রের অ্যাক্টিং ডিফেন্স সেক্রিটারি ক্রিস্টোফার মিলার বলেন, ক্ষমতা হস্তান্তরে কর্মকর্তারা সর্বোচ্চ পেশাদারিত্ব নিয়ে কাজ করছেন। আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বগ্রহণ করবেন ডেমোক্র্যাটদলীয় বিজয়ী বাইডেন।



















