মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে উল্টে গেছে শাহ আমানত ফেরি

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১
- / ১৬০২ বার পড়া হয়েছে
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে উল্টে গেছে শাহ আমানত ফেরি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটি’এর উদ্ধারকারী দল কাজ করছে। তবে প্রাণহানির কোন খবর পাওয়া যায়নি এখনও।
৫ নম্বর ফেরিঘাটে পণ্যবাহী ট্রাক ও ছোটগাড়ি নিয়ে তীরে ভিড়তে গিয়ে কাত হয়ে যায় ফেরিটি। বিআইডব্লিউটিসি আরিচা শাখার উপ মহাব্যবস্থাপক জানান, দৌলতদিয়া ঘাট থেকে পাটুরিয়ায় নোঙর করতে গিয়ে এই দুঘর্টনা ঘটে। ফেরিতে থাকা যানবাহনের সঠিক সংখ্যা দিতে পারেনি কর্তৃপক্ষ। বিআইডব্লিউটি’ এর উদ্ধারকারী জাহাজ হামজাও রয়েছে ঘাটে। মুন্সিগঞ্জ থেকে দুর্ঘটনাস্থলে গিয়েছে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়।