মানবাধিকার কর্মী পরিচয়ে ইয়াবা পাচারের সময় এক ব্যক্তি আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৩:১৫ অপরাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২
- / ১৬৩৭ বার পড়া হয়েছে
মানবাধিকার কর্মী পরিচয়ে ইয়াবা পাচারের সময় নাছিবুর রহমান নামে এক ব্যক্তিকে আটক করেছে চট্টগ্রাম রেব-০৭।
সোমবার নগরীর বাকুলিয়ায় রাস্তায় একটি গাড়িতে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। এসময় সুকৌশলে ল্যাপটপ, পাওয়ার ব্যাংক ও এডাপ্টারের ভেতরে লুকিয়ে বহন করা ১০ লাখ ৮৯ হাজার টাকার ইয়াবা উদ্ধার করা হয়। রেব জানায়, আটকব্যক্তি দীর্ঘদিন ধরে মানবাধিকার কর্মী পরিচয়ে বিশেষ কৌশলে কক্সবাজার থেকে ইয়াবা এনে পরে তা ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছে। আটকের পর তাকে থানায় হস্তান্তর করা হয়।























