মাদারীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২০
- / ১৫৮২ বার পড়া হয়েছে
মাদারীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু হয়েছে। এ সময় মোটর সাইকেলের আরো ৪ আরোহী আহত হন।
পুলিশ জানায়, ঈদের দিন মোটরসাইকেল নিয়ে ঘুরতে মাদারীপুর শহরে যায় তিন যুবক। এ সময় শহরের ইটেরপুল এলাকায় দ্রুতগতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লাগে। স্থানীয়রা মারাত্মক আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আলী সরদারকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে বাগেরহাটের চিতলমারি থেকে পদ্মা সেতু দেখতে তিন বন্ধু মোটরসাইকেলে শিবচরে আসে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ি ফেরার পথে এক্সপ্রেসওয়েতে দ্রুতগতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়কের রেলিংয়ের সাথে ধাক্কা লেগে ডালিম শেখ মারা যায়। এ সময় আহত হয় অপর ২ জন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।