মাদারীপুরে দুই ভ্যানচালক ও গোপালগঞ্জে এক ব্যক্তিকে জবাই করে হত্যা
- আপডেট সময় : ০৭:৫২:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১
- / ১৫৭২ বার পড়া হয়েছে
আলাদা দুটি ঘটনায় মাদারীপুরে দুই ভ্যানচালক ও গোপালগঞ্জে এক ব্যক্তিকে জবাই করে হত্যা করেছে দূর্বৃত্তরা।
মাদারীপুরের রাজৈর উপজেলার হোসেনপুরে আধিপত্য নিয়ে বিরোধের জেরে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আয়নাল শেখের ভাই- ভ্যানচালক সালাম শেখকে চান্দেরবাজার এলাকায় কুপিয়ে পালিয়ে যায় প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত অবস্থায় সালামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই রাতে উপজেলার মজুমদারকান্দির ভ্যানচালক মোতাহার দর্জি রাতে এশার নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হয়। সকালে স্থানীয়দের সহায়তায় এলাকার একটি পাটক্ষেত থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
এদিকে, গোপালগঞ্জে সাইফুল ইসলাম নামে এক ব্যক্তিকে জবাই করে হত্যা করেছে দূর্বৃত্তরা। গতরাতে শহরের মোহাম্মদপাড়ার একটি ভাড়া বাসার বাথরুম থেকে ওই ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করা হয়। এটি পরিকল্পিত হত্যাকান্ড বলে ধারনা করা হচ্ছে।
















