মাদারীপুরে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
মাদারীপুরে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।
দুপুরে মাদারীপুর সদর উপজেলা চত্ত্বরে এই মেলার উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি। অনুষ্ঠানে খাদ্যশস্য উৎপাদনে কৃষকদের ভুমিকা নিয়ে আলোচনা করেন বক্তারা। এ সময় উপজেলার ৪শ’ কৃষকের মাঝে সার, বীজ, কীটনাশক ও আর্থিক অনুদান দেয়া হয়। পরে মেলায় অংশ নেয়া ১১টি স্টল ঘুরে দেখেন অতিথিরা। সদর উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন।