মাদারীপুরে আলোচিত স্বামী-স্ত্রী খুনের ঘটনায় আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৮:২৩ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১
- / ১৬০৯ বার পড়া হয়েছে
মাদারীপুরে কালকিনিতে আলোচিত স্বামী-স্ত্রী খুনের ঘটনায় গ্রেফতারকৃত আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
তার আশরাফুল মোল্লা। সম্প্রতি কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের সস্তাল গ্রামে কৃষি কাজ করতে আসে কয়েকজন যুবক। তাদেরই একজন আশরাফুল, ওই এলাকার এক কৃষকের মেয়ের দিকে কুনজর দিলে কৃষক দম্পতি বাধা দেন। এরই জেরে ৪ এপ্রিল প্রথমে ওই কৃষককে ডেকে নিয়ে তোয়ালে মুড়িয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে তার স্ত্রীকে মোবাইলে ডেকে নিয়ে একইভাবে হত্যা করে। স্বামী-স্ত্রীকে হত্যার পর রাতে তাদের মেয়ের জোড়পূর্বক শ্লীলতাহানী করে ভোরে পালিয়ে যায় আশরাফুল। নিখোঁজের ৪ দিন পর ৯ এপ্রিল রাজারচরের শুকিয়ে যাওয়া একটি খাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় ওই স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
















