মাদারীপুরে অপহরণের পাঁচ দিন পর ইতালি প্রবাসী কিশোরী নোভাকে উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২
- / ১৬১১ বার পড়া হয়েছে
মাদারীপুরে অপহরণের পাঁচ দিন পর ইতালি প্রবাসী কিশোরী নোভা কে উদ্ধার করেছে পুলিশ।
রাতে শহরের কলেজ গেট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। তবে এখনও পলাতক প্রধান অভিযুক্ত আফজাল হোসেন শাওন। পুলিশ জানায়, সোমবার সকালে ফুফুর বাড়ির সামনের সড়ক থেকে দেশীয় অস্ত্র ঠেকিয়ে কৌশলে কিশোরীকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। এই ঘটনায় ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪ জনের নামে সদর মডেল থানায় মামলা করে মেয়েটির বাবা। পরে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ।