মাদারীপুর, জয়পুরহাট, মানিকগঞ্জ ও সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

- আপডেট সময় : ০৬:৫০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০
- / ১৫৫২ বার পড়া হয়েছে
আলাদা আলাদা ঘটনা ও দাবিতে মাদারীপুর, জয়পুরহাট, মানিকগঞ্জ ও সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে।
মাদারীপুরের ডাসারে প্রতিপক্ষের হামলায় নিহত জাহিদ মীরের হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী।
ধান, চাল ক্রয় কমিটিতে কৃষক প্রতিনিধি সম্পৃক্ত করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ রেলি করেছে জয়পুরহাট জেলা কৃষক লীগ।
স্বাস্থ্যবিধি মেনে বাউল গানের অনুমতির দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন করেছে বাউল শিল্পীরা। এসময় বক্তারা বলেন, করোনার জন্য দীর্ঘদিন ধরে বিভিন্ন গানের অনুষ্ঠান বন্ধ রয়েছে। এতে করে বাউল শিল্পীরা কষ্টে দিনযাপন করছেন।
এদিকে, বিড়ির উপর অগ্রীম ১০ শতাংশ আয়কর প্রত্যাহার, বৈষম্য নীতি দূরীকরণ ও অতিরিক্ত ট্যাক্স প্রতাহার করে বিড়ি শ্রমিকদের মজুরী বৃদ্ধি, বিড়ি শিল্পকে কুটির শিল্প হিসেবে ঘোষণাসহ ৫ দফা দাবিতে সিরাজগঞ্জে বিড়ি শ্রমিকদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।