মাত্র ৩০ সেকেন্ড! ব্যালেন্স বোর্ডের ওপর দাঁড়িয়ে গুনে গুনে ধরলেন ৬৭টি বল

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৩২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯
- / ১৬০১ বার পড়া হয়েছে
মাত্র ৩০ সেকেন্ড! ব্যালেন্স বোর্ডের ওপর দাঁড়িয়ে গুনে গুনে ধরলেন ৬৭টি বল। আর এইর মাধ্যমে আগের করা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়লেন যুক্তরাষ্ট্রের আইডাহোর অধিবাসী ডেভিড রুশ।
রেকর্ড ভাঙার মাধ্যমেই যেন তৃপ্তি পান যুক্তরাষ্ট্রের আইডাহোর অধিবাসী ডেভিড রুশ। তাইতো রেকর্ড ভাঙার চ্যালেঞ্জ নিয়ে এরইমধ্যে ভেঙেছেন একশোটিরও বেশি রেকর্ড।
নতুন রেকর্ড ভাঙার উদ্দেশ্যে কয়েকশো মানুষের সামনে একটি পার্টি সেন্টারে হাজির হন ডেভিড রুশ। চ্যালেঞ্জ নেন ব্যালেন্স বোর্ডের ওপর দাঁড়িয়ে আগের করা ৩০ সেকেন্ডে ৩০টি বল ধরার রের্কড ভাঙার।
সবার সামনে ওঠলেন ব্যালেন্স বোর্ডে। অপর প্রান্ত থেকে একজন বুলেট গতিতে ডেভিড রুশের দিকে ছুড়তে থাকেন বল। ৩০ সেকেন্ডের মধ্যে ব্যালেন্স বোর্ডে দাঁড়িয়ে ধরলেন ৬৭টি বল; গড়লেন বিস্ময়কর নতুন রেকর্ড।