মাঝ আকাশে ভেঙে পড়লো সরকারি হেলিকপ্টার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মে ২০২২
- / ১৫৮২ বার পড়া হয়েছে
মাঝ আকাশে ভেঙে পড়লো সরকারি হেলিকপ্টার! গতরাত ৯টার দিকে ভারতের ছত্তিসগড়ের রায়পুর বিমানবন্দর থেকে একটি হেলিকপ্টার উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে।
এ ঘটনায় কপ্টারে থাকা দুই পাইলটেরই মৃত্যু হয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ট্রেনিংয়ের সময় এই দুর্ঘটনা ঘটে। প্র্যাকটিস চলাকালে হেলিকপ্টারটি ল্যান্ডিং করছিলেন দুই পাইলট। আর সেই সময়ই আগুন লেগে যায়। তবে কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। ঘটনার পরেই আশঙ্কাজনক অবস্থায় দুই পাইলটকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে ক্যাপ্টেন পাণ্ডা এবং ক্যাপ্টেন শ্রীবাস্তবকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।