মাছবাহী পিকআপ চাপায় বাইসাইকেল আরোহীসহ দু’জন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
দিনাজপুরের পার্বতীপুরে মাছবাহী পিকআপ চাপায় বাইসাইকেল আরোহীসহ দু’জন নিহত হয়েছেন।
পুলিশ জানায়, পিকআপটি নওগাঁ রানিবন্দর থেকে নীলফামারী যাওয়ার পথে শেরপুরে এক সাইকেল আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই আরোহীর মৃত্যু হয়। এ সময় ভ্যান থেকে ছিটকে পড়ে এক মাছ ব্যবসায়ীও ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় আহত হয়েছে অন্তত তিনজন। তাদের পার্বতীপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, সিরাজগঞ্জের কামারখন্দে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় চায়না বেগম নামে মানসিক ভারসাম্যহীন এক নারী নিহত হয়েছেন। সকালে উপজেলার আলোকদিয়ায় এই দুর্ঘটনা ঘটে।