মন্ত্রীর গানম্যানের গুলিতে আহত যুবকের মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০
- / ১৫৫২ বার পড়া হয়েছে
গাজীপুরের কালিয়াকৈরে মন্ত্রীর গানম্যানের গুলিতে আহত যুবক মঈনউদ্দিন চিকিৎসাধীন অবস্থায় সাভারের এনাম মেডিকেল হাসপাতালে মারা গেছেন।
পুলিশ জানায়, গাজীপুরের কালিয়াকৈরে কুতুবদিয়া এলাকায় গত ১৬ এপ্রিল রাতে পরকীয়ার জেরে পুলিশের এএসআই কিশোর কুমারের গুলিতে শহিদ নামে এক যুবক নিহত হন। এসময় গুলিবিদ্ধ হন অপর যুবক মঈনউদ্দিন। পরদিনই কিশোরকে আশুলিয়া এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করে পুলিশ। আহত মঈনউদ্দিন সাভারের এনাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা গেছেন। অভিযুক্ত এএসআই কিশোর কুমার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর গানম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।