মধ্যরাতে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪১:৪২ অপরাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১
- / ১৫৬০ বার পড়া হয়েছে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়ায় মধ্যরাতে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
শনিবার দিবাগত রাত দুইটায় অংশের ভবেরচর কলেজ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে রাঙ্গামাটিগামী একটি মোটরসাইকেলকে পেছন থেকে কাভার্ড ভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটর সাইকেলের দুই আরোহী নিহত হন। কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এদিকে, সিরাজগঞ্জে শ্রমিকসহ ইট বোঝাই ট্রাকের উপর মেশিন নিয়ে একটি ট্রাক কাজিপুরের দিকে যাওয়ার সময় চাকা নষ্ট হয়ে উল্টে পড়ে যায়। এতে ট্রাকে থাকা ৭ জন শ্রমিক আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে আমির হোসেন নামে এক শ্রমিকের মৃত্যু হয়।