মতিঝিলের জোড়া খুনের ‘পরিকল্পনাকারী’ সুমনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২
- / ১৬৭১ বার পড়া হয়েছে
রাজধানীর মতিঝিলের আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুসহ জোড়া খুনের ঘটনায় অন্যতম ‘পরিকল্পনাকারী’ সুমন শিকদার ওরফে মুসাকে ওমান থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
গোয়েন্দা সূত্র জানায়, টিপু হত্যাকাণ্ডের পরিকল্পনার পর মোল্লা শামীমকে দায়িত্ব দিয়ে গত ১২ মার্চ দুবাই চলে যান মুসা। হত্যাকাণ্ডের তদন্তে মুসার নাম বেরিয়ে এলে দুবাই থেকে সে ওমান পালিয়ে যায়। এর আগে মুসার পাসপোর্ট সংগ্রহ করে পুলিশ সদর দফতরের এনসিবি শাখা রয়েল পুলিশ অব ওমানের এনসিবি শাখার কাছে মুসাকে গ্রেফতারে সহযোগিতা চায়। গত ১৭ মে ওমান রয়েল পুলিশ মুসাকে আটক করে।পরে বিষয়টি বাংলাদেশ পুলিশকে জানালে পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের টিম মুসাকে দেশে ফিরিয়ে আনতে ওমান যায়।