মডার্নার প্রথম ডোজের ১২ লাখ, সিনোফার্মের ১১ লাখ ডোজ টিকা আসছে আজ রাতে

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
কোভ্যাক্সের যুক্তরাষ্ট্র থেকে মডার্নার ২৫ লাখ টিকার প্রথম ডোজের ১২ লাখ টিকা আসছে আজ রাতে। একইসংগে চীনের সিনোফার্মের ১১ লাখ ডোজ টিকাও আজ রাতে ঢাকায় এসে পৌছবে।
বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মডার্নার ১২ লাখ ডোজ টিকা পৌঁছাবে। এছাড়া রাত সাড়ে ১২টার দিকে সিনোফার্মের ১১ লাখ ডোজ টিকাও আসবে। অর্থাৎ আজ রাতেই দেশে আসছে মডার্না ও সিনোফার্মের ২৩ লাখ ডোজ টিকা। স্বাস্থ্যমন্ত্রী আরও জানান,কাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে মডার্নার আরও ১৩ লাখ ডোজ টিকা পৌঁছোবে।সকাল ৫টার দিকে পৌঁছাবে সিনোফার্মের আরও ৯ লাখ ডোজ টিকা। এই ভ্যাকসিন গ্রহণ করতে কাল রাত ১১টার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকবেন স্বাস্থ্যমন্ত্রী।