ভেরিফাইড ডিজিটাল ডাটাবেজের মাধ্যমে টিসিবি’র চাল বিতরণ কর্মসূচি শুরু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ভেরিফাইড ডিজিটাল ডাটাবেজের মাধ্যমে প্রথমবারের মতো চাল বিতরণ কর্মসূচি শুরু করেছে টিসিবি।
সকালে শেরপুর সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়ন পরিষদে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার। জেলার ৬৯ হাজার ৯৩২ জন ভোক্তা ১৫টাকা কেজি দরে ৩০কেজি করে চাল পাবেন। পাঁচ উপজেলায় ১১২ ডিলারের মাধ্যমে ১০ হাজার ৪৮৯ টন চাল বিক্রি করা হবে। অনুষ্ঠানে জেলা খাদ্য নিয়ন্ত্রক আল-ওয়াজিউর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেনাজ ফেরদৌস ও পাকুরিয়া ইউপি চেয়ারম্যান হায়দার আলী উপস্থিত ছিলেন।