ভুল আসামি জাহালমকে জেলে পাঠানোর ঘটনায় ক্ষতিপূরণ রায়ের আদেশ আগামীকাল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০
- / ১৬০৫ বার পড়া হয়েছে
পাটকল শ্রমিক জাহালমকে আসামি করে ঋণ জালিয়াতির ২৬ মামলায় জড়ানো নিয়ে ক্ষতিপূরণ নিয়ে দেয়া রায়ের আদেশ দেয়া হবে আগামীকাল। এদিকে, বাসচাপায় হাত হারানো রাসেলের ক্ষতিপূরণের রায় বৃহস্পতিবার দেয়া হবে বলে জানা গেছে।
বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেবে। গত বছরের জানুয়ারিতে একটি জাতীয় দৈনিকে ৩৩ মামলায় ‘ভুল আসামি জেলে’ বিষয়ক একটি প্রতিবেদন প্রকাশ হয়। ওই প্রতিবেদন আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী অমিত দাশগুপ্ত। এ বিষয়ে ব্যাখ্যা দিতে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা, মামলার বাদীসহ চারজনকে তলব করে হাইকোর্ট। এছাড়া, একটি রুলও জারি করে আদালত। পরে একই বছরের তেসোরা ফেব্রুয়ারি সংশ্লিষ্টরা আদালতে হাজির হলে হাইকোর্ট জাহালমকে মুক্তির নির্দেশ দেয়।