ভালোবাসা দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে অবনত পুরো জাতি

- আপডেট সময় : ০১:৫৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫০ বার পড়া হয়েছে
সূর্যোদয়ের পর সর্ব সাধারণের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে। হৃদয়ের ভালোবাসা দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে অবনত পুরো জাতি। শহীদ বেদিতে সকাল থেকেই ভিড় করে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ ভাষাপ্রেমীরা। এসময় ভাষার মর্যাদা রক্ষায় বাংলার বিকৃতি রোধে বলীয়ান হয়ে ওঠে একুশের চেতনায় উদ্দীপ্ত বাঙালি।
আত্নত্যাগেও অহংকার আছে। যে বীরত্বগাঁথায় ভাস্বর থাকে গর্ব ও জাতিগত চেতনা, তার আবেদনটাই যেন অনন্য। ফাগুনের আগুন ঝরা দিনে বুকের তাজা রক্ত ঢেলে মায়ের ভাষা রক্ষায় ইতিহাস সৃষ্টির দিন মহান একুশে ফেব্রুয়ারি। হৃদয়ের ভালোবাসা নিংড়ে দিয়ে ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানাতে পুরো রাজধানীবাসীই যেন শহীদ মিনারমুখী। প্রভাত ফেরিতে নগ্ন পায়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকে মর্মে মর্মে একুশের চেতনা। ফুলে ফুলে ছেঁয়ে যায় শহীদ বেদি।
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা ব্যক্তিদের অনেকেই বাংলা ভাষার বিকৃতি নিয়ে ক্ষোভ জানান। রাষ্ট্রীয় ভূমিকাও কামনা করলেন অনেকে। ছিল সর্বস্তরে বাংলা প্রতিষ্ঠার সংগ্রামের প্রত্যয়ও। রফিক, শফিক, বরকতদের আত্নহুতির পথ ধরে ২১ শে ফেব্রুয়ারি এখন কেবল বাঙালি কিংবা বাংলা ভাষাভাষীদের নয়। বরং দিনটি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও পরিগণিত। তাই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ভিনদেশীদের আগমনও ছিলে লক্ষ্যনীয়।