ভারতের প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে কৃষকদের বিক্ষোভে সংঘর্ষের জেরে ১৫টি মামলা করেছে পুলিশ

- আপডেট সময় : ০১:২৮:১২ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
ভারতের প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে কৃষকদের বিক্ষোভে সংঘর্ষের জেরে ১৫টি মামলা করেছে পুলিশ। মঙ্গলবারের সংঘর্ষে ৮টি বাস এবং ১৭টি ব্যক্তিগত গাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। প্রাণ হারান এক কৃষক।
সংঘর্ষে আহত হয়েছেন ৮৬ পুলিশ, এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
পাঞ্জাব ও হরিয়ানায় উচ্চ সতর্কতা জারি রয়েছে। দিল্লি, হরিয়ানাসহ আশেপাশের রাজ্যগুলোতে বন্ধ রয়েছে ইন্টারনেট ও এসএমএস সেবা। নিরাপত্তা নিশ্চিতে দিল্লিতে আধাসামরিক বাহিনীর ১৫টি কোম্পানি মোতায়েন করেছে কর্তৃপক্ষ। এছাড়াও সিংঘু সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মঙ্গলবার ভারতের প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে কৃষকদের ট্রাক্টর মিছিলের জেরে সকাল থেকেই পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ বাঁধে। এদিকে, এঘটনায় যারা জড়িত ছিলেন তারা প্রকৃত কৃষক নয় বলে মন্তব্য করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। অন্যদিকে, কৃষকদের সংগঠন সংযুক্ত কিষান মোর্চাকে দায়ী করেছে কেন্দ্রীয় সরকার।