ভারতে ৫ পাঁচ মাস কারাভোগের পর দেশে ফিরেছেন ৮৮ বাংলাদেশি জেলে

- আপডেট সময় : ০২:২০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২
- / ১৫৩১ বার পড়া হয়েছে
সাগরে মাছ ধরতে গিয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক হয়ে ৫ পাঁচ মাস কারাভোগের পর দেশে ফিরেছেন ৮৮ বাংলাদেশি জেলে। গতকাল সন্ধ্যায় সাতক্ষীরার শ্যামনগরের সুন্দরবন সংলগ্ন কালিন্দি নদীতে পতাকা বৈঠকের মাধ্যমে দুটি ফিশিং ট্রলারসহ ওই জেলেদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।
গত রাতেই তাদেরকে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে পৌঁছে দেয়া হয়েছে। বিজিবির নীলডুমুর ১৭ ব্যাটালিয়নের কৈখালী কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মফিজ মিয়া জানান, এই জেলেরা গত ফেব্রুয়ারি মাসে সাগরে মাছ শিকারে যান।
এক পর্যায়ে ঘন কুয়াশায় পথ হারিয়ে ভারতীয় জলসীমায় প্রবেশ করায় বিএসএফ তাদেরকে আটক করে। পরবর্তীতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে জেলেদেরকে ভারতীয় কারাগারে পাঠানো হয়। বিজিবি জানায়, দীর্ঘদিন কারাভোগকারী এসব বাংলাদেশি জেলেদের ফিরিয়ে আনার ব্যাপারে সরকারের উচ্চ পর্যায়ে বৈঠক হয়। পরে ভারতীয় কারাগারে বন্দি থাকা ৮৮ জেলেকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়।