ভারত সফরে গিয়ে বিপাকে জার্মান কনটেন্ট ক্রিয়েটর নোয়েল রবিনসন

- আপডেট সময় : ১১:৫০:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
- / ১৬৪০ বার পড়া হয়েছে
ভারতে সফরে গিয়ে সমস্যায় পড়েছেন জনপ্রিয় জার্মান কনটেন্ট ক্রিয়েটর ও নৃত্যশিল্পী নোয়েল রবিনসন। ব্যাঙ্গালুরুর ব্যস্ত রাস্তায় পারফর্ম করার সময় অতিরিক্ত জনসমাগমের কারণে তাকে কিছু সময়ের জন্য আটক করে পুলিশ। একই দিন, একই অভিযোগে আটক হন আরও এক জার্মান ইনফ্লুয়েন্সার ইউনেস জারু।
গত ৩০ জুলাই ব্যাঙ্গালুরুর চার্চ স্ট্রিটে এ ঘটনা ঘটে। ইনস্টাগ্রামে ১.১ কোটির বেশি ফলোয়ার থাকা নোয়েল রবিনসন এবং দুই কোটির বেশি ফলোয়ার থাকা ইউনেস জারু—দুজনেই ইউরোপের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত। জনসমাগম তৈরি করে অনুমতি ছাড়া ভিডিও ধারণ করায় পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।
পুলিশ জানায়, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় তাদের সাময়িকভাবে হেফাজতে নেওয়া হয়েছিল। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে পরে তাদের ছেড়ে দেওয়া হয়। তবে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিদেশিদের এ ধরনের পারফর্ম্যান্সের আগে যথাযথ অনুমতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এ ঘটনার পর ভারতীয় সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ বলছেন, স্থানীয় নিয়ম না জেনে এমন কাজ দায়িত্বজ্ঞানহীনতা; আবার কেউ পুলিশের পদক্ষেপকে অতিরিক্ত বলেও উল্লেখ করেছেন।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ভারত সফররত বিদেশি ইনফ্লুয়েন্সারদের জনসমাগম সৃষ্টি করে ভিডিও ধারণের প্রবণতা বাড়ছে, যা প্রশাসনের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।