ভবিষ্যতে বাংলাদেশের বড় চ্যালেঞ্জ হবে সাইবার ক্রাইম: আইজিপি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৬:২৮ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২০
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
সাইবার ক্রাইম দমনে পুলিশের জনবল বৃদ্ধি, প্রশিক্ষণ ও ইকুপমেন্ট সংগ্রহ করা হচ্ছে। জেলায় জেলায় সাইবার ক্রাইম সেল গঠন করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের আইজি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
সকালে ঝিনাইদহের কোটচাঁদপুর মডেল থানা ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আইজিপি বলেন, ভবিষ্যতে বাংলাদেশের বড় চ্যালেঞ্জ হবে সাইবার ক্রাইম। এজন্য পুলিশের জনবল বৃদ্ধির ব্যাপারে কাজ চলছে বলেও জানান তিনি। এর আগে নব-র্নিমিত কোটচাঁদপুর মডেল থানা ভবন উদ্বোধন করেন তিনি। পরে থানায় একটি এ্যাম্বুলেন্স ও একটি পিকআপ ভ্যান প্রদান করেন। এসময় স্থানীয় সংসদ সদস্য, খুলনা রেঞ্জের ডিআইজিসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।