ব্রাজিলের করোনা ভাইরাসের ধরনটি আরও বিপজ্জনক হতে পারে
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
ব্রাজিলের পি ওয়ান করোনা ভাইরাসের ধরনটি মিউটেশনের মাধ্যমে আরও বিপজ্জনক হতে পারে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। গবেষকরা বলেছেন, মিউটেশনের মাধ্যমে যে পরিবর্তনগুলো হচ্ছে তা ভাইরাসটিকে আরও টিকা প্রতিরোধী করে তুলতে পারে।
গবেষণায় দেখা গেছে, পি ওয়ান ধরনটি উহানের মূল করোনার চেয়ে প্রায় আড়াই গুণ বেশি সংক্রামক এবং বেশি অ্যান্টিবডি প্রতিরোধী। ব্রাজিলের জনস্বাস্থ্য ইনস্টিটিউট ফিয়োক্রুজের গবেষণায় দেখা গেছে, ভাইরাসটির স্পর্শক অঞ্চলে মিউটেশন হচ্ছে। দেহকোষগুলোতে প্রবেশ ও সংক্রমিত করার জন্য এই স্পর্শকগুলোই ব্যবহার করে ভাইরাসটি। ফিওক্রুজের বিজ্ঞানী ফেলিপে নাভেকা বলেছেন, অ্যান্টিবডির প্রতিক্রিয়া এড়াতে ভাইরাসটি ফাঁকি দেয়ার আরেকটি কৌশল তৈরি করছে। এটি খুব উদ্বেগজনক, কারণ ভাইরাসটি এর বিবর্তনের গতি বাড়িয়েই চলছে।






















