ব্রহ্মপুত্র নদে ডুবে বাবা ও ছেলের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১
- / ১৫৮২ বার পড়া হয়েছে
নরসিংদীর মনোহরদীতে ব্রহ্মপুত্র নদে ডুবে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।
দুপুরে, মনোহরদী উপজেলার দীঘাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, দীঘাকান্দি গ্রামের আহাম্মদ আলীর ছেলে জাকারিয়া এবং নিহত জাকারিয়ার ছেলে সাজেদুল ইসলাম সাজিদ। পুলিশ জানায়, কৃষক জাকারিয়া তার ছেলেকে নিয়ে কলাগাছের ভেলায় করে পাশ্ববর্তী সনমানিয়া এলাকায় ধান ক্ষেত পরিচর্যা করতে যাওয়ার সময় তার ছেলে নদীতে পড়ে যায়। তাকে উদ্ধার করতে তার বাবা ঝাঁপিয়ে পড়লে দু’জনেই পানিতে তলিয়ে যায়। পরে আশপাশের লোকজন নদী থেকে তাদের উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।


























