ব্যাংকে জাল টাকা সরবরাহকারী চক্রের মূল হোতা হুমায়ুন কবির সরঞ্জামসহ গ্রেফতার
- আপডেট সময় : ০৮:১৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২
- / ১৮৮৫ বার পড়া হয়েছে
অবৈধভাবে কেউ ডলার মজুদ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান হারুন অর রশীদ। ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। বুধবার রাতে ব্যাংকে জাল টাকা সরবরাহকারী চক্রের মূল হোতা হুমায়ুন কবিরকে রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে সরঞ্জামসহ গ্রেফতার করা হয় বলে জানান পুলিশ প্রধান।
ছিলেন পুলিশ কর্মকর্তা, চাকরি চলে যাওয়ার পর মোহাম্মদপুরের বাসা বাড়া নিয়ে, শুরু করেন জাল টাকা তৈরি রমরমা ব্যবসা শুরু করে। বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা এজেন্টের মাধ্যমে এই টাকা ছড়িয়ে দিতেন সারাদেশে।১ লাখ টাকার বিনিময় পেত ১০ হাজার টাকা
এর আগে একাধিক বার গ্রেফতার হলেও এ ব্যবসা ছাড়তে পারেননি। জেলখানায় গিয়েও তৈরি করেন নতুন নেটওয়ার্ক।
অবৈধভাবে ডলার মজুদ করে রাখলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুশিয়ারি দেন ডিবি প্রধান।
ডলার বিপরীতে টাকার মান কমায় তিনি এই হুশিয়ারি দেন।























