বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে এক বাংলাদেশি সহ অন্তত ১০০ জনের মৃত্যু

- আপডেট সময় : ০১:৫১:৫৮ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০
- / ১৫৭০ বার পড়া হয়েছে
লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে এক বাংলাদেশি সহ অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৪ হাজারের বেশি মানুষ। এর মধ্যে বাংলাদেশ নৌ বাহিনীর ২১ জন শান্তি রক্ষী রয়েছে। লেবাননের অভ্যন্তরীন নিরাপত্তা বিষয়ক প্রধান জানান, রাসয়নিক পদার্থের গুদামে এই বিস্ফোরণ ঘটেছে। তবে পরিকল্পিতভাবে এই বিস্ফোরণ ঘটানো হয়নি।
তারা বলছেন, গুদামে ছয় বছর ধরে মজুত রাখা অত্যন্ত বিপদজনক বিস্ফোরক থেকে এই দুর্ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রী হাসান দিয়াব এই ঘটনাকে বিপর্যয় বলে বর্ণনা করেছেন এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দিয়েছেন। প্রেসিডেন্ট মিশেল আউন বলেন, কোনো গুদামে ২ হাজার ৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেটের মত বিস্ফোরক অনিরাপদভাবে মজুত রাখার বিষয়টি “অগ্রহণযোগ্য”। আজ মন্ত্রিসভার বিশেষ একটি বৈঠক ডেকেছেন প্রেসিডেন্ট আউন। বুধবার থেকে তিনদিনের জন্য লেবাননে আনুষ্ঠানিকভাবে শোক পালন করা হবে। উদ্ধারকর্মীরা এখনো ধ্বংসস্তূপের মধ্যে থেকে ভুক্তভোগীদের উদ্ধারের চেষ্টা করছেন। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।