বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও রেমিট্যান্সে নতুন রেকর্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৪৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০
- / ১৬০৪ বার পড়া হয়েছে
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও রেমিট্যান্সে নতুন রেকর্ড করলো বাংলাদেশ। দেশের ইতিহাসে প্রথমবারের মতো রিজার্ভের পরিমান ৩৪ বিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করলো।
অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যে কোন আর্থিক বছরের তুলনায় এই সময় পর্যন্ত সর্বোচ্চ বৈদেশিক মুদ্রার রিজার্ভের ইতিহাস এটি । এ অর্থবছরের এক মাস বাকি থাকতেই ৩৪ দশমিক ২৩ বিলিয়ন মার্কিন ডলারের এই রেকর্ড অর্জন হলো। দেশে প্রথমবারের মতো রিজার্ভ ৩৩ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করেছিল ২০১৭ সালে যা ছিল ৩৩.৬৮ বিলিয়ন মার্কিন ডলার। পাশাপাশি, এ অর্থবছরের একই তারিখ অর্থাৎ ৩ জুন পর্যন্ত বাংলাদেশ সর্বোচ্চ রেমিট্যান্স অর্জন করেছে। এটাও যে কোন অর্থ বছরের তুলনায় সর্বোচ্চ রেকর্ড। এ সময়ে বাংলাদেশ অর্জন করেছে ১৬.৫৬ বিলিয়ন মার্কিন ডলার, যা সরকারের দুই শতাংশ প্রণোদনা প্রকল্পের সুফল হিসেবে দেখা দিয়েছে।



















